সিলেট বিভাগের রাজাকারের তালিকা : Bangladesh Genocide Archive- অনলাইনে রাজাকারদের একটি তালিকা প্রকাশ করেছিল। এর সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়েছিল ২০০৮ খ্রিষ্টাব্দের ৪ঠা এপ্রিল। ওই তালিকাটি নিচে যুক্ত করা হলো।
সিলেট বিভাগ বাংলাদেশের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল, যা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ — এই চারটি জেলা নিয়ে গঠিত। প্রাচীনকালে এটি শ্রীহট্টের কেন্দ্রীয় প্রদেশ ছিল।
১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব থেকেই (অর্থাৎ পাকিস্তান আমল থেকেই) সাবেক সিলেট জেলা ছিল চট্টগ্রাম বিভাগের অন্তর্গত। পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস কার্যক্রমের সূত্রে ১৯৯৫ খ্রিস্টাব্দের ১ আগস্ট চারটি জেলা নিয়ে বাংলাদেশের ষষ্ঠ বিভাগ সিলেট গঠিত হয়। এই বিভাগের মোট আয়তন ১২,৫৯৫.৯৫ বর্গ কিলোমিটার সিলেট বিভাগ শিল্প শিল্পদ্রব্য (সার, সিমেন্ট, সিলেট পাল্পস এন্ড পেপার মিলস,ছাতক, বিদ্যুৎ), প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ (গ্যাস, তেল, পাথর, চুনাপাথর) ইত্যাদিতে ভরপুর। বাংলাদেশের অর্থনীতিতে এ বিভাগের ভূমিকা অপরিসীম।
সিলেট বিভাগের রাজাকারের তালিকা
মৌলভীবাজার জেলা
রাজাকার মোঃ ইদ্রিস
রাজাকার হাজী আরিফ
রাজাকার চেয়ারম্যান আসাদ গাজী
সিলেট জেলা
রাজাকার ওয়াহিদ উল্লাহ
রাজাকার সরাফত উল্লাহ
রাজাকার আবদুস সালাম।
রাজাকার আব্দুল আহাদ চৌধুরী
রাজাকার দালাল ইউনুস মিয়া
সুনামগঞ্জ জেলা
রাজাকার ফকির চেয়ারম্যান
রাজাকার ফারুত চৌধুরী
রাজাকার রেজা মিয়া
রাজাকার আনোয়ার মিয়া
রাজাকার আঃ সাত্তার
রাজাকার আঃ গণি
রাজাকার রফিক
রাজাকার নাসিম
রাজাকার লিডার আহমদ আলী খান
রাজাকার মুসলিম উল্লাহ
রাজাকার আবদুল ওয়াতির
রাজাকার আব্দুর রাজ্জাক–জগন্নাথপুর
রাজাকার ইয়াহিয়া-জগন্নাথপুর
আরও দেখুন…