আজকের আমরা আলোচনা করবো আওয়ামী মুসলিম লীগের শিল্প পুর্ণগঠনের পরিকল্পনা, যা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের খসড়া ম্যানিফেষ্টোর অন্তর্ভুক্ত।

আওয়ামী মুসলিম লীগের শিল্প পুর্ণগঠনের পরিকল্পনা
১ । শিল্পগুলিকে জাতীয়রণ (জাতীয়করণ) করিতে হইবে, যথাঃ- খনিজ শিল্প, যুদ্ধ শিল্প, ব্যাংক, বীমা, যান-বাহন, বিদ্যুত-সরবরাহ, রাসায়নিক শিল্প, বন জঙ্গল, পাট, চা, চিনি জাতীয় বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। বহু লোকের এম যেখানে কতিপয় লোকের মুনাফার বন্দোবস্ত করিয়া দেয় এরূপ সমস্ত শিল্প প্রতিষ্ঠান গুরুত্ব ও প্রয়োজন অনুসারে রাষ্ট্রের দখলে কিংবা রাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও পরিচালনায় আনিতে হইবে।
২ । সমস্ত প্রধান শিল্পগুলিকে রাষ্ট্রীয় প্রতিনিধি ও শ্রমিকদের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতায় ও পরিকল্পনায় পরিচালিত করিতে হইবে।
৩। শিল্পের ব্যাপক সম্প্রসারণের জন্য স্বল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ ও অবিলম্বে কার্যকরী করিতে হইবে। যে সব ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সম্ভাবনা রহিয়াছে সে সমস্ত স্থানে পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রের ব্যয়ে অধিকারে তত্ত্বাবধানে এবং রাষ্ট্র ও শ্রমিকের প্রতিনিধিদের পরিচালনায় পর্যাপ্ত পরিমাণে শিশু প্রতিষ্ঠান স্থাপন করিতে হইবে। দেশের সমস্ত মূলধন রাষ্ট্রের পরিচালনায় আনিয়া ব্যপক শিল্প সম্প্রসারনের পথ সুগম করিতে হইবে।

৪। বিভিন্নস্থানে পর্যাপ্ত পরিমাণে কারিগরী শিক্ষা কেন্দ্র খুলিয়া এবং সাহায্য ও সুবিধা দানে প্রচুর সংখ্যক যুবকের কারিগরী শিক্ষার বন্দোবস্ত করিতে হইবে।
৫। কুটার শিল্পকে সাহায্য ও উৎসাহ প্রদান করিতে হইবে। কুটির শিল্পীদের যৌথ প্রতিষ্ঠান স্থাপনা করিয়া এবং প্রতিষ্ঠান গুলিকে প্রয়োজন অনুযায়ী সাহায্য করিয়া কুটির শিল্পের উন্নতিবিধান করিতে হইবে। প্রাথমিক [প্রাথমিক] শিল্পগুলির সহিত কুটির শিল্পের সংযোগ স্থাপন করিতে হইবে উভয় শিল্পকে স্বীয় এলাকার মধ্যে উন্নতিলাভ করার জন্য। দেশের ব্যাপক শিল্প পরিকল্পনার ভিত্তিতে কুটির শিল্পকে সুনিয়ন্ত্রিত করিতে হইবে।
৬। শিল্প ও ব্যবসায়ে ব্যক্তিগত একচেটিয়া অধিকার থাকিবে না।
৭। শিল্পে মুনাফার উর্দ্ধতম হার আইন করিয়া নির্ধারণ করিয়া দিতে হইবে।
৮। আভ্যন্তরীণ ও বৈদেশিক বানিজ্যের নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার রাষ্ট্রের উপর।
৯। টার্নিং পাওনা অবিলম্বে আদায় করিয়া তাহার সাহায্যে যন্ত্রপাতি ক্রয় করিয়া শিল্প প্রতিষ্ঠান গড়িয়া তুলিতে হইবে।
১০। সমস্ত বৃটিশ মার্কিন অন্যান্য বৈদেশিক ব্যবসায় ও মুলধনকে জাতীয় সম্পত্তিতে পরিণত করিতে হইবে।
১১। দেশের জনসাধারণের যথার্থ প্রয়োজনকে প্রাথমিক প্রয়োজন মনে করিয়া শিল্পের সম্প্রসারণ করিতে হইবে।
১২। চোরা কারবার ও অন্যান্য অবৈধ উপায়ে অর্জিত যাবতীয় ধন-সম্পদ ও মূলধন বাজেয়াপ্ত করিতে হইবে।
১৩। দেশীয় শিল্পসংরক্ষণের জন্য বিদেশী পণ্য প্রব্যের উপর অতিরিক্ত কর ধার্য্য করিতে হইবে।

১৪। শ্রমিকের অধিকার :-
(ক) প্রত্যেক শ্রমিকের জন্য সুবিধামতো ও যোগ্যতামতো নিযুক্তির বন্দোবস্ত
(খ) প্রত্যেক শ্রমিকের জন্য সুষ্ঠু জীবন ধারনের উপযুক্ত মঞ্জুরী।
(গ) শ্রমিক সন্তানদিগের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বন্দোবস্ত
(ঘ) শ্রমিক যুবকদিগের জন্য উন্নতধরণের কারিগরী শিক্ষার বন্দোবস্ত ।
(ঙ) অসুস্থ শ্রমিকদিগের বিনাবায়ে সুচিকিৎসার জন্য চিকিৎসালয়।
(চ) শ্রমিকদের ও শ্রমিক পরিবারের জন্য সুলভে বাসযোগ্য গৃহের বন্দোবস্ত।
(ছ) পুরাবেতনে বছরে ১ মাস ছুটির বন্দোবস্ত ।

(জ) দিনে ৬ ঘণ্টা ও সপ্তাহে ৩৬ ঘণ্টা সর্ব্বাধিক কার্যকাল নির্ধারণ করিতে হইবে।
(ঝ) ধার্মিক সংগঠনগুলিকে এবং শ্রমিকদিগকে বিভিন্ন সংগঠনে হইবার অধিকার স্বীকার করিতে হইবে।
(ঞ) ধর্মঘট করার অধিকার স্বীকার করিতে হইবে।
আরও দেখুনঃ