লর্ড চার্লস কর্নওয়ালিস ক্লাসটি এইচএসসি [ HSC ] তথা একাদশ শ্রেণী [ Class 11 ] এবং দ্বাদশ শ্রেণী [ Class 12 ] এর ইতিহাস [ History ] বিষয় এর, ২য় অধ্যায়ের [ Chapter 2 ] পাঠ।
লর্ড চার্লস কর্নওয়ালিস
ব্রিটিশ ভারতের বহুল আলোচিত আইন বা বিধান চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড চার্লস কর্নওয়ালিস। ১৭৩৮ সালের ৩১ ডিসেম্ব্বর তিনি লন্ডনের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন ইটন কলেজ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ১৭৫৭ সালে সামরিক বাহিনীতে যোগ দেন।
ব্রিটিশ ভারতের বহুল আলোচিত আইন বা বিধান চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড চার্লস কর্নওয়ালিস। ১৭৩৮ সালের ৩১ ডিসেম্ব্বর তিনি লন্ডনের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেন ইটন কলেজ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ১৭৫৭ সালে সামরিক বাহিনীতে যোগ দেন।
১৭৯৩ সালে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমিব্যবস্থা। এ আইনের ক্ষমতাবলে জমিদার ও অন্য ভূস্বামীরা জমির স্থায়ী মালিক হন। ১৮০৫ সালের ৫ অক্টোবর দেশে প্রত্যাবর্তনের পথে তিনি ভারতের গাজীপুরে মারা যান।
লর্ড কর্নওয়ালিস এর শাসন
সংস্কার কর্নওয়ালিস যখন এদেশে আসেন তখন কোম্পানির কর্মচারীদের মধ্যে উঁচু নিচু সবস্তরেই দুর্নীতি, স্বজন পোষণ ইত্যাদি ব্যাপক ভাবে প্রচলিত ছিল। অধিকাংশ কর্মচারীই বেআইনি ব্যবসা বাণিজ্যে লিপ্ত থেকে অবৈধ উপায়ে বহু অর্থ উপার্জন করত। ইংল্যান্ডের কর্তৃপক্ষ এ সংবাদ জানলেও, তা দূরীকরণে আগ্রহী ছিলেন না। পরন্তু তাদের অনেকেই কী উপায়ে নিজ নিজ আত্মীয়দের ভারতে নিয়োগ করা সম্ভব হয়, তার জন্য সুযোগের সন্ধানে ব্যস্ত ছিলেন।
কর্মচারীরাই দুর্নীতিগ্রস্ত হবার ফলে সাধারণ প্রশাসন, রাজস্ব, বাণিজ্য, বিচার প্রভৃতি প্রতিটি ক্ষেত্রেই অগ্রগতি ব্যাহত হচ্ছিল। তিনি কোম্পানির সংকীর্ণ বণিক চরিত্র পরিবর্তন করে প্রকৃত প্রশাসকের আদর্শ কার্যকরী করতে সচেষ্ট ছিলেন। সৌভাগ্যবশত তিনি শাসন সংগঠনের কাজে কয়েকজন অভিজ্ঞ ইংরেজ কর্মচারীর সাহায্য পেয়েছিলেন। যেমন রাজস্ব বিভাগে জন শোর জোনাথান ডানকান, বাণিজ্য সংক্রান্ত বিভাগে চার্লস গ্র্যান্ট, আইন সংক্রান্ত বিভাগে উইলিয়াম জোন প্রমুখ ।
লর্ড চার্লস কর্নওয়ালিস নিয়ে বিস্তারিত ঃ
আরও দেখুনঃ