যাস্ক ছিলেন প্রাচীন ভারতীয় ব্যাকরণবিদ এবং ভাষাবিদ (৭ম-৫ম শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ)। পাণিনি (৭ম-৪র্থ শতাব্দী খ্রিস্টপূর্বাব্দ), ঐতিহ্যগতভাবে তাকে সংস্কৃত ব্যাকরণগত ঐতিহ্যের মধ্যে ব্যুৎপত্তি, নিঘন্টু ও নিরুক্তের লেখক হিসেবে চিহ্নিত করা হয়।
যাস্ক | ব্যাকরণবিদ এবং ভাষাবিদ
যাস্ককে ব্যাপকভাবে প্রাচ্য ও পশ্চিম উভয় দেশেই কী ব্যুৎপত্তিগত হয়ে উঠবে তার শৃঙ্খলার পূর্ববর্তী প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।
“ব্যুৎপত্তি বা ইটিমলজি বা Etymology” হলো শব্দের উৎপত্তি এবং তাদের অর্থের অধ্যয়ন সম্পর্কিত বিদ্যা। “নিরুক্ত” হল সংস্কৃতে ব্যবহৃত একটি শব্দ যা বেদের সাথে যুক্ত আনুষঙ্গিক বিজ্ঞানগুলির একটিকে বোঝায়, যা “ব্যুৎপত্তি বা ইটিমলজি ” জুড়ে দেয় এবং বেদের শব্দগুলির ব্যাখ্যা বিষয়ক জ্ঞান দান করে। ইয়াস্ক বা যাস্ক আমাদের উপমহাদেশের সবচেয়ে সুপরিচিত প্রাচীন পণ্ডিত। তাঁর কাজকে কেবল “নিরুক্ত” বলা হয়।
যাস্ক বা ইয়াস্কার আগেও অনেক ব্যুৎপত্তিবিদ ছিলেন। “ইয়াস্কা” তাঁর আগের ব্যুৎপত্তিবিদদের বিদ্যমান বিপুল পরিমাণ কাজের উপর গবেষনা করে, তাঁর তত্ত্ব তৈরি করেছিলেন। “গার্গ্য” ছিলেন এমনই একজন প্রাচীন ব্যুৎপত্তিবিদ। “ইয়াস্কা” তাকে উল্লেখ করলেও তার সাথে তিনি একমত নন। “ইয়াস্ক” নিজেকে শকাটায়নের উত্তরসূরি বলে দাবি করেন। শকাটায়ন একজন প্রাথমিক ব্যুৎপত্তিবিদ ছিলেন। যাস্কের লেখার মধ্যেই তার উল্লেখ পাওয়া যা। যাস্ক প্রাচীনতম পশ্চিমা ব্যুৎপত্তিবিদ প্লেটোর বহু শতাব্দী আগের মানুষ।