বাউবি BHI ৪৩০৩ ইতিহাস ৩

বাউবি BHI ৪৩০৩ ইতিহাস ৩

বইটির পিডিএফ ডাউনলোড করুন:

বিশ শতকের গোড়ার দিক থেকে ভারতের রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। ইংরেজদের প্রতি অনুগত্য প্রদর্শন ও সহযোগিতার পাশাপাশি ভারতীয়দের মধ্যে স্বার্থ আদায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতনতা লক্ষ করা যায়। ১৯০৫-১৯৪৭ সাল এই সময় পূর্ব ভারত ও বাংলাদেশের ইতিহাস ভিন্ন গতিতে এগিয়ে যায়। এসময় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় জাতীয়তাবাদ প্রবল আকার ধারণ করে। মুসলমানদের মধ্যে গড়ে ওঠা মুসলিম জাতীয়তা এবং হিন্দুদের হিন্দু ধর্মীয় জাতীয়তাবাদের ফলে উভয় সম্প্রদায়ের মধ্যে এতোদিনের সম্প্রীতি নষ্ট হয়। ধর্মীয় স্বাতন্ত্রবোধের ফলে উভয় সম্প্রদায় ক্রমশ একে অপরের কাছ থেকে দূরে সরে যেতে থাকে।

ফলে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হলে বিষয়টি ধর্মীয় রূপ পেতে সময় লাগেনি। হিন্দু সম্প্রদায়ের বঙ্গভঙ্গের বিরোধিতা ও প্রবল আন্দোলনের ফলে মাত্র ছয় বছরের মধ্যে বঙ্গভঙ্গ বাতিল করা হয়। বঙ্গভঙ্গের কারণে ব্রিটিশ সরকারের সঙ্গে হিন্দু সম্প্রদায় ও কংগ্রেসের সম্পর্কের যে টানাপোড়েন চলেছিল তা বঙ্গভঙ্গ রদের ফলে দূর হয়। যদিও রদের পর মুসলমানরা ইংরেজদের প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলে। বঙ্গভঙ্গের পর গড়ে ওঠা মুসলমানদের নতুন দল মুসলিম লীগ মুসলমানদের স্বার্থ রক্ষায় একমাত্র মুখপাত্রে পরিণত হয়। অন্যদিকে কংগ্রেস পরিণত হয় হিন্দুদের মুখপাত্র হিসেবে।

বাউবি BHI ৪৩০৩ ইতিহাস ৩

 

বাউবি BHI ৪৩০৩ ইতিহাস ৩

 

ইতিহাস ৩ সূচিপত্র

 

ইউনিট ১ : মুক্তি আন্দোলনের আঞ্চলিক পটভূমি

ইউনিট ২ : ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ

ইউনিট ৩ : পূর্ববাংলার সমাজ ও রাজনীতি (১৯৪৭-৫৮)

ইউনিট ৪ : পাকিস্তানে সামরিক শাসন ও পূর্ববাংলা

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ইউনিট ৫ : বাংলাদেশের মুক্তিসংগ্রামের অর্থনৈতিক পটভূমি

ইউনিট ৬ : মুক্তিযুদ্ধের পটভূমি

ইউনিট ৭ : সশস্ত্র মুক্তিযুদ্ধ

ইউনিট ৮ : মুজিবনগর সরকার

 

বাউবি BHI ৪৩০৩ ইতিহাস ৩

 

ইউনিট ৯ : মুক্তিযুদ্ধ ও বহির্বিশ্ব

আরও দেখুন:

Leave a Comment