আমাদের আজকের আলোচনার বিষয়ঃ বাউদি দাউং ট্যানেল। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।
বাউদি দাউং ট্যানেল
বাউদি দাউং ট্যানেল
আমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট ছিল বাউদি দাউং ট্যানেল। এটা আরাকানের একটা ছোটো শহর। শহরটা চারিদিক দিয়ে নিচু পাহাড় এবং ঘন জঙ্গল দিয়ে ঘেরা। বর্ষাকালে ভূমি ধসে রাস্তা বন্ধ হয়ে যাবার কারণে রেল লাইন যোগাযোগের গুরুত্ব বেড়ে যেত।
পাহাড়ি এলাকায় যাবার জন্য ছিল দুটি রেল লাইন সুড়ঙ্গ, একটা থেকে আরেকটার দূরত্ব ছিল প্রায় ১০০ গজ। শহর থেকে সুড়ঙ্গের অবস্থান ছিল প্রায় ১ হাজার গজ দূরে ।
শত্রুরা সুড়ঙ্গ দুটি ধ্বংস করে ফেললে কিংবা দখল করে নিলে বাউথি-দায়ুং অথবা সামনের দিকে আমাদের অভিযান থেমে যেত। অগ্রগামী সৈনিকদের কাছে মালপত্র পৌঁছে দেওয়া নিশ্চিত করার জন্য সুড়ঙ্গ দুটির নিয়ন্ত্রণ নেওয়া অপরিহার্য হয়ে ওঠে।
সুড়ঙ্গ দুটি দখলের দায়িত্ব দেওয়া হয় ১৬১ ব্রিগেডকে। ব্রিগেডিয়ার ওয়ারেন ৪/৭ রাজপুত, ১/১ পাঞ্জাবি এবং রয়াল ওয়েস্ট কেন্টের কিছু গেরিলা প্লাটুন নিয়ে একটি গেরিলা কোম্পানি গঠন করেন।

তখন আমাকে এ গেরিলা কোম্পানির অধিনায়ক করা হয়। শত্রুর সৈন্য সমাবেশের প্রতি দৃষ্টি রেখে দুই পর্যায়ে সুড়ঙ্গ দুটি দখলের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্যায়ে আমরা হামলা করি এবং দক্ষিণ সুড়ঙ্গ দখল করি। শত্রু পক্ষের ৫ জন মারা যায় এবং ৪ জন মারাত্মক আহত হয়।
এরপর বাম সুড়ঙ্গে হামলা চালিয়ে তা দখল করা হয়। ৭টি মৃতদেহ ফেলে পালিয়ে যায় শত্রুরা। আমাদের পক্ষে নিহত হয় দুজন এবং মারাত্মক আহত হয় ৮ জন। তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয় ।আমার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল কার্গিল এবং ব্রিগেডিয়ার ওয়ারেন খুশি হন এ অপারেশনের সফলতায়।
আমাকে ‘ডিস্টিংগুইশৃড সার্ভিস ‘অর্ডার’ (ডিএসও) পদক প্রদানের জন্য সুপারিশ করা হয়। যদিও নিয়ম অনুযায়ী, সিনিয়র অফিসারদের ডিএসও দেওয়া হয়। কিন্তু আমিই একমাত্র লেফটেন্যান্ট (ভারপ্রাপ্ত ক্যাপ্টেন) যাকে এ পদকের জন্য মনোনীত করা হয়। সুপারিশে আমার কৃতিত্বের কথা পুরোপুরি উল্লেখ করা হয়।
সেক্রেটারি অব স্টেট কর্তৃক স্বাক্ষরিত যে প্রশংসাপত্র আমাকে প্রদান করা হয় তা নিচে দেওয়া হলো :
৫ই এপ্রিল, ১৯৪৫-এর লন্ডন গেজেটে প্রকাশিত সূত্র ও সুপারিশের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর ৭ম রাজপুত রেজিমেন্টের ক্যাপ্টেন (ভারপ্রাপ্ত) আমির আব্দুল্লাহ খান, এম.সি.-কে তার বীরত্বের জন্য আমি রাজার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাকে প্রশংসাপত্র প্রদান করছি।
আরও দেখুন: