Site icon History Gurukul [ ইতিহাস গুরুকুল ], GOLN

বরিশাল বিভাগের রাজাকারের তালিকা

বরিশাল বিভাগের রাজাকারের তালিকা

বরিশাল বিভাগের রাজাকারের তালিকা : Bangladesh Genocide Archive- অনলাইনে রাজাকারদের একটি তালিকা প্রকাশ করেছিল। এর সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়েছিল ২০০৮ খ্রিষ্টাব্দের ৪ঠা এপ্রিল। ওই তালিকাটি নিচে যুক্ত করা হলো।

বরিশাল বিভাগ [ Barisal Division ]

বরিশাল বিভাগ বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগের একটি। ১৯৯৩ সালে দেশের দক্ষিনাঞ্চলের ছয়টি জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। এ প্রশাসনিক অঞ্চল পূর্বে ঢাকা বিভাগ (১৮২৯-১৯৬০) ও খুলনা বিভাগ (১৯৬০-১৯৯২) এর অন্তর্গত ছিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জালের ন্যায় নদী ছড়িয়ে আছে; বরিশাল বিভাগেও তেমনই নদ-নদীর সংখ্যা প্রচুর। এই বিভাগের উল্লেখযোগ্য নদ-নদীসমূহ হচ্ছে কীর্তনখোলা, মেঘনা, আড়িয়াল খাঁ ধানসিঁড়ি, সন্ধ্যা নদী। বরিশাল বিভাগে মুসলিম ও হিন্দুসহ কিছু সংখ্যক খ্রিষ্টান,বৌদ্ধ ও অন্যান্য ধর্মের লোকজন একত্রে বসবাস করে।

বরিশাল বিভাগের রাজাকারের তালিকা

বরিশাল জেলা

রাজাকার নিলু করিকর- আগৈলঝাড়া, বরিশাল

পটুয়াখালী জেলা

রাজাকার মশু মিয়া
রাজাকার মহিউদ্দিন
রাজাকার আলাউদ্দীন সিকদার

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

পিরোজপুর জেলা

রাজাকার মানিক খন্দকার।
রাজাকার আশরাফ আলী শিকদার
রাজাকার হারুন
রাজাকার হামিদ জমাদার
রাজাকার মোসলেম খাঁ
রাজাকার হামিদ মজুমদার
রাজাকার শুকুর মৃধা
রাজাকার সরদার সুলতান মাহমুদ
রাজাকার ইসমাইল হোসেন
রাজাকার এ্যাডভোকেট আজিজ মল্লিক
রাজাকার সালেহ আহমেদ
রাজাকার ব্যারিস্টার আখতারউদ্দিন
রাজাকার মান্নান
রাজাকার আশ্রাব আলী শিকদার
রাজাকার আজিজুল হক মোক্তার
রাজাকার দেলোয়ার হোসেন সাঈদী
রাজাকার শর্ষিনার পীর আবু জাফর মোহাম্মদ সালেহ
রাজাকার মওলানা আব্দুর রহীম

 

১৬ ডিসেম্বরের পর মুক্তিযোদ্ধাদের হাতে ধরা পড়া রাজাকার

বরগুনা জেলা

রাজাকার দুলাল মেম্বার
রাজাকার ইমামুদ্দিন
রাজাকার শামসু
আজাহার মির্জা।
রাজাকার ইমামুদ্দিন
রাজাকার চানমিয়া
রাজাকার শামসু
রাজাকার নুরুদ্দিন খলিফা
রাজাকার ইমামুদ্দিন
রাজাকার শামসু
রাজাকার খলিলুর রহমান
রাজাকার আব্দুল হক

ঝালকাঠি জেলা

রাজাকার মোতাহার গোমস্তা
রাজাকার ওয়াজেদ গোমস্তা
রাজাকার ওসি সেকান্দার,
রাজাকার সিআই শাহ আলম

বরিশাল বিভাগের রাজাকারের তালিকা

 

আরও দেখুন…

Exit mobile version