[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

তৃতীয় অধ্যায়: তাঁত শিল্পের ধরণ ও প্রক্রিয়াকরণ সূচিপত্র

তৃতীয় অধ্যায়: তাঁত শিল্পের ধরণ ও প্রক্রিয়াকরণ,

তৃতীয় অধ্যায়: তাঁত শিল্পের ধরণ ও প্রক্রিয়াকরণ সূচিপত্র

 

তৃতীয় অধ্যায়: তাঁত শিল্পের ধরণ ও প্রক্রিয়াকরণ সূচিপত্র

 

  • তাঁত শিল্পের ধরণ ও প্রক্রিয়াকরণ
  • তাঁত শিল্প
  • বাংলাদেশের তাঁত শিল্পের কাপড় বুনন প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদানসমূহ
  • দেশে বর্তমান সময়ে সরকারী উদ্যোগে তুলা উৎপাদন কর্মসূচী
  • বাংলাদেশে সুতার বণ্টন ব্যবস্থা
  • বাংলাদেশে তাঁত যন্ত্রের প্রকারভেদ
  • গর্ত তাঁত
  • ঠকঠকি তাঁত
  • চিত্তরঞ্জন বা জাপানি তাঁত
  • বিদ্যুৎ চালিত তাঁত বা পাওয়ার লুম
  • ফ্রেম তাঁত
  • ঢাকা অঞ্চলে বহুল প্রচলিত তাঁত
  • তাঁত শিল্পের প্রক্রিয়াকরণ অর্থাৎ তাঁত বস্ত্র বুননের বিভিন্ন পর্যায়
  • বৃহত্তর ঢাকার ঐতিহ্য জামদানি
  • কারিগরদের সম্প্রদায়গত এবং কর্মভিত্তিক পদবী
  • জামদানি তৈরির বিভিন্ন পর্যায়
  • জামদানী শাড়ীর প্রকারভেদ
  • ঐতিহ্যবাহী মসলিন বা প্রক্রিয়াকরণ
  • এলাকাভিত্তিক ঐতিহ্যবাহি কয়েকটি তাঁত বন্ধ
  • তাঁত শিল্পের স্থানীয়করণ
  • অভিজাত শ্রেণীর জন্য বিশেষভাবে বস্ত্র উৎপাদন

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

উপসংহার

তাঁত শিল্পের ধরন, প্রক্রিয়াকরণ ও পারিপার্শ্বিক অবস্থা আলোচনা করতে গিয়ে এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ তাঁতপ্রধান এলাকাসমূহ আলোচনায় এসেছে। বৃহত্তর ঢাকায় তাঁত শিল্পের স্থানীয়করণ আলোচনা করা হয়েছে। বিশেষ করে রাজদরবার অভিজাত শ্রেণি এবং ইংরেজ সাহেবদের চাহিদা অনুযায়ী বস্ত্র তৈরির বিষয় আলোকপাত করা হয়েছে। বাজারজাতকরণের প্রতিষ্ঠানগুলোর পাইকারী ও খুচরা বিক্রয়ের বিষয়েও আলোকপাত করা হয়েছে। আবার বর্তমান সময়ের ফ্যাশন হাউজগুলোর পছন্দমাফিক কার্যাদেশ নিয়ে বর্ণনা করা হয়েছে।

কাপড় বুনন প্রক্রিয়া বিশেষ করে তুলা উৎপাদন ও সংগ্রহ নিয়ে বলা হয়েছে। তাঁতশিল্পের বিভিন্ন ধরণ অর্থাৎ কাপড়ের ধরণ ও তাঁতযন্ত্রের ধরণ নিয়ে আলোচনা হয়েছে। তাঁত শিল্পের প্রক্রিয়াকরণের ধারাগুলো আলোচনায় স্থান পেয়েছে। এই শিল্পের স্থানীয়করণ নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির বর্তমান চাহিদাও এখানে আলোচনায় স্থান পেয়েছে। বিভিন্ন প্রকারের তাঁতের প্রযুক্তিগত দিক নিয়েও আলোচনা করা হয়েছে।

 

তৃতীয় অধ্যায়: তাঁত শিল্পের ধরণ ও প্রক্রিয়াকরণ সূচিপত্র

 

এলাকা ভেদে এসব তাঁতে উৎপাদিত বস্তু, শাড়ি, লুঙ্গি, জামদানি ও মসলিনের বিশেষত্ব আলোচনায় স্থান পেয়েছে। সবশেষে বৃহত্তর ঢাকা ছাড়াও গুরুত্বপূর্ণ তাঁত অঞ্চলসমূহ যেমন- পাবনা, টাঙ্গাইল ও আদিবাসী তাঁত ও তাঁতীদের কথা এসেছে।

আরও দেখুনঃ

Leave a Comment