[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

গোপনীয় দরখাস্ত ২

আমাদের আজকের আলোচনার বিষয়ঃ  গোপনীয় দরখাস্ত ২। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।

গোপনীয় দরখাস্ত ২

 

গোপনীয় দরখাস্ত ২

 

গোপনীয় / ব্যক্তিগত

অবিলম্বে

সদর দপ্তর, ইস্টার্ন কমান্ড

ঢাকা ক্যান্টনমেন্ট

গোপনীয়

টেলিফোন : ২১০ (মিলিটারি)

০০৫/ আর / জিএস (অপারেশন)

১৮ এপ্রিল, ১৯৭১

প্রতি :

কমান্ডার, ৯ ডিভিশন

কমান্ডার, ১৪ ডিভিশন

কমান্ডার, ১৬ ডিভিশন।

ইনফো :

কমান্ডার, ইপি লগ এরিয়া, অভ্যন্তরীণ

ডিস্ট্রিক্ট :

(অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ)

বিষয় : ফিল্ডে শৃঙ্খলা

আমি আপনাদেরকে বেশ কয়েকটি চিঠি লিখেছি এবং আশা করি, আপনারা আমার চিঠির বিষয়বস্তু আপনাদের অধীনস্থ সব অফিসারের কাছে পৌঁছে দিয়েছেন। আমি বুঝতে পারছি যে, এতো দ্রুত ফলাফল পাওয়া যাবে না।

যা হোক, এটা আমার জন্য খুবই বিরক্তিকর যে, ফিল্ডে কিছু মৌলিক ভুল হচ্ছে এগুলো রোধ ও সংশোধন করা প্রয়োজন। কমান্ডার ও অফিসারগণ এসব দোষ- ত্রুটির প্রতি নজর না দিলে আমরা কেবল সৈন্য ও অফিসারদের যুদ্ধের জন্য ক্ষতিকর বদ-অভ্যাসেই উৎসাহিত বিষয়াদি এবং ফিল্ড শৃঙ্খলায় বিশেষভাবে মনোযোগ দেবে।

কয়েকটি ইউনিটে সাম্প্রতিক সফরকালে আমার এ ধারণা হয়েছে যে, যুদ্ধে শৃঙ্খলার যথেষ্ট ঘাটতি রয়েছে। মনে হয়েছে অফিসার ও সৈন্যরা যে সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। আমি যা দেখেছি সেগুলো সংশোধন করার জন্য আমি বিষয়গুলো আপনাদের নজরে আনতে চাই-

ক. যুদ্ধ কৌশল ও যুদ্ধ অনুশলীনের অভাব।

খ. অফিসার ও সৈনিকরা পুরোপুরি ভুলে গেছে যে, তারা যুদ্ধের মাঠে রয়েছে। সুতরাং তাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকতে হবে। ১৯৭১ সালের ১১ই এপ্রিল আমি আমার সম্মেলনে বলেছিলাম যে, সর্বস্তরের সৈন্যকে এফএসএমও-সহ সজ্জিত থাকতে হবে এবং সারাক্ষণ যথাযথভাবে অস্ত্র বহন করতে হবে।

যৌক্তিক কারণে শিরস্ত্রাণসহ পোশাকে মিল থাকতে হবে। জেনারেল পদমর্যাদার অফিসার ছাড়া অন্যান্য সকলকে ফিল্ডে একই রকম পোশাকে সজ্জিত হতে হবে। সকল পর্যায়ের সেনাদের এফ এস এম ও (প্যাকসহ অথবা প্যাকবিহীন) পরিধান করতে হবে।

তাদেরকে ষ্টিল হেলমেট পরতে হবে এবং ব্যক্তিগত অস্ত্র বহন করতে হবে। কমান্ডারের অধঃস্তন অফিসারদের মানচিত্র, বাশি, নোট বুক, কম্পাস, বাইনোকুলার, পয়েন্টার প্রভৃতি সামগ্রী বহন করতে হবে। অফিসে অথবা বিশ্রামকালে বেসামরিক পোশাক পরিধান করা যাবে। রণাঙ্গনে পিক ক্যাপ (ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামরিক টুপি) পরা যাবে না।

গ. প্রতিরক্ষাকালে অথবা স্থায়ী অবস্থানে সর্বক্ষণ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কোনো নতুন অবস্থান দখল করা মাত্র সেখানে যথাযথ প্রতিরক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণকরতে হবে। আকস্মিক হামলা অথবা অনুপ্রবেশ সম্পর্কে সদা সতর্ক থাকতে হবে। একটি নতুন অবস্থানে পৌঁছা মাত্র তৎক্ষণাৎ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যুদ্ধ অনুশলীন অনুযায়ী প্রহরা চৌকি স্থাপন করতে হবে।

 

google news logo
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

ঘ. ‘গুচ্ছভাবে চলাফেরা করার প্রবণতা দেখা যাচ্ছে। মর্টারের গোলাবর্ষণে ইতোমধ্যে এরকম চলাফেরা ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে আমরা সড়ক নির্ভর হয়ে পড়েছি এবং পায়ে চলাফেরা করতে ভুলে গেছি। আমরা কদাচিৎ দেশের ভেতর স্বচ্ছন্দে চলাফেরা করছি।

ঙ. অনুসন্ধিৎসু, গুরুত্ব অনুধাবনের ক্ষমতা ও আক্রমণাত্মক মনোভাবের অভাব পরিলক্ষিত হচ্ছে। আমি এগুলোর ওপর জোর দিচ্ছি এবং আশা করছি যে, অধঃস্তন কমান্ডারগণ এমনভাবে কাজ করবেন যাতে ঊর্ধ্বতন কমান্ডারদের মিশনে সহায়ক হয়। পরস্পরের মধ্যে একবার যোগাযোগ হলে তা অবশ্যই বজায় রাখতে হবে এবং কঠোরভাবে মেনে চলতে হবে।

চ. অবহেলা দেখানো হচ্ছে অস্ত্রশস্ত্রের পরিচর্যায়। অস্ত্রশস্ত্রগুলো পরিষ্কার রাখতেণ হবে, তেল দিতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে। তেল ও পরিষ্কার করার মাল-মসল্লার কোনো অভাব নেই। ছ. সৈন্যরা বৈরী আবহাওয়ায় টিকতে পারছে না এমন ধারণা করা হচ্ছে।

সকল সেনাকে যে কোনো ধরনের আবহাওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে অবশ্যই তৈরি হতে হবে। আবহাওয়া কখনো কখনো যুদ্ধে ও রণাঙ্গণে আশীর্বাদ হয়ে দেখা দেয়। সেনাদের প্রতি মনোযোগে শিথিলতা প্রদর্শন করা যাবে না। চরম প্রতিকূল অবস্থায়ও যথাযথ বিশ্রাম ও স্বস্তির ব্যবস্থা করতে হবে।

জ. মূল যোগাযোগের প্রতি যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে না। আমার এ ব্যাপারে সন্দেহ নেই যে, এমন অনেক দুর্বলতা রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের নজরে আসবে। বর্তমানে আমরা অসংগঠিত বিদ্রোহী ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করছি।

তবে আমাদেরকে একটি অত্যন্ত সুসংগঠিত শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা খুবই জরুরি যে, সকল পর্যায়ের কমান্ডারদের অবশ্যই আনুগত্যের ওপর জোর দিতে হবে এবং নির্দেশ মেনে চলতে হবে। যুদ্ধের মেজাজ পুরোপুরি বজায় রাখার এবং যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করার এটাই হচ্ছে একমাত্র উপায়।

 

গোপনীয় দরখাস্ত ২

 

স্বাক্ষর

লেফটেন্যান্ট জেনারেল কমান্ডার

(এএকে নিয়াজি)

গোপনীয়

আরও দেখুন:

Leave a Comment