খুলনা বিভাগের রাজাকারের তালিকা : Bangladesh Genocide Archive- অনলাইনে রাজাকারদের একটি তালিকা প্রকাশ করেছিল। এর সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়েছিল ২০০৮ খ্রিষ্টাব্দের ৪ঠা এপ্রিল। ওই তালিকাটি নিচে যুক্ত করা হলো।
খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী, বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। এই বিভাগের সদর দপ্তর খুলনা শহর হলো ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম।
খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা ও যশোর এবং কুষ্টিয়া অঞ্চল নিয়ে গঠিত এই বিভাগ কে শিল্প ইন্ডাস্ট্রির বিভাগ হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত।এছাড়া দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বন্দর খুলনা বিভাগের যশোরে অবস্থিত।
খুলনা বিভাগের রাজাকারের তালিকা
মাগুরা জেলা
রাজাকার করিম, দণি নিশ্চন্তপুর, মাগুরা।
রাজাকার আলী সরকার- কলেজ পাড়া, মাগুরা।
রাজাকার সরওয়ার- কলেজ পাড়া, মাগুরা।
রাজাকার নওশের মুন্সি- কলেজ পাড়া, মাগুরা।
রাজাকার তোয়েব মুন্সি- কলেজ পাড়া, মাগুরা।
রাজাকার আবু সালাম- কলেজ পাড়া, মাগুরা।
রাজাকার আমিনুল রাশেদ- কলেজ পাড়া, মাগুরা।
রাজাকার রিজু গ্রাম- হাজিপুর, মাগুরা
রাজাকার লতিফ গ্রাম- হাজিপুর, মাগুরা
রাজাকার আউয়াল- গ্রাম- হাজিপুর, মাগুরা
রাজাকার ওবায়দুর রহমান গ্রাম- হাজিপুর, মাগুরা
রাজাকার মাহবুব মওলানা- গ্রাম- হাজিপুর, মাগুরা
রাজাকার ইউসুফ মিয়া- গ্রাম- হাজিপুর, মাগুরা
রাজাকার আইয়ুব মিয়া- গ্রাম- হাজিপুর, মাগুরা
রাজাকার পীর ওবায়দুল্লাহ-মাগুরা,
রাজাকার মাহবুবুর রহমান-মাগুরা,
রাজাকার আইয়ুব চৌধুরী-মাগুরা
রাজাকার মাওলানা শামসুল হক-মাগুরা
রাজাকার আবু বক্কর শেখ-শালিখা, মাগুরা
রাজাকার শের আলী-শালিখা, মাগুরা
রাজাকার লাল মিয়া-শালিখা, মাগুরা
ঝিনাইদহ জেলা
রাজাকার বাহিনীর কমান্ডার নওশের আলী
রাজাকার ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জোয়ার্দ্দার
রাজাকার সায়েম মোল্লা
মেহেরপুর জেলা
রাজাকার মতিন উকিল
রাজাকার মেহের উকিল
রাজাকার সাফদার মাস্টার
যশোর জেলা
রাজাকার আমজাদ মোল্লা- বাঘারপাড়া, যশোর,
রাজাকার কায়েম আলী- বাঘারপাড়া, যশোর,
রাজাকার ডা. গাফ্ফর-উপশহর, যশোর
বাগেরহাট জেলা
রাজাকার রজব আলী ফকির, বাগেরহাট সদর
রাজাকার আকিজ উদ্দীন, আড়িখালি, বাগেরহাট
রাজাকার সিরাজ মাস্টার, গোটাপাড়া, বাগেরহাট
রাজাকার নূরুল ইসলাম-গোটাপাড়া, বাগেরহাট
রাজাকার শাহজাহান-গোটাপাড়া, বাগেরহাট
রাজাকার আব্দুল লতিফ তালুকদার, মোড়েলগঞ্জ, বাগেরহাট
রাজাকার কাসেম মেম্বার
রাজাকার মজিদ কসাই
রাজাকার ড. মোসলেম উদ্দীন
আরও দেখুন…