আমাদের আজকের আলোচনার বিষয়ঃ সিলেট ও কুমিল্লা সেক্টর। যা ” দ্য বিট্রেয়াল অব ইস্ট পাকিস্তান- এ এ কে নিয়াজি” বইয়ের অংশ।
সিলেট ও কুমিল্লা সেক্টর
সিলেট ও কুমিল্লা সেক্টর
জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে ৪ ভারতীয় কোরকে আশুগঞ্জ পর্যন্ত দখলের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু পরে সগৎ সিংকে ঢাকা দখলের দায়িত্বও দেওয়া হয় । ৩৩ ও ২ কোর কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে ব্যর্থ হওয়ায় তাকে ঢাকা দখলের মিশনে অন্তর্ভুক্ত করা হয়।
এই এলাকার ভূমি ছিল সামরিক অভিযানের জন্য মারাত্মক। এই এলাকা নদ-নদী, খাল-বিল ও হাওরে পরিপূর্ণ । তাই এখানে বড়ো ধরনের সামরিক অভিযান চালানো সম্ভব ছিল না। তবে এটি প্রতিরক্ষার জন্য ছিল বেশ উপযুক্ত।
ভারত তিনটি পদাতিক ডিভিশন, কয়েকটি স্বতন্ত্র ব্রিগেড, কিলো ফোর্স ও মুক্তিবাহিনীর আরো কয়েকটি ব্রিগেড নিয়ে এ এলাকায় তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে। ভারতীয় সৈন্যরা সিলেটে আমাদের দুটি ব্রিগেডকে অবরোধ করার চেষ্টা করে।
কিন্তু আমরা ৬টি ব্রিগেডের সমন্বয়ে গঠিত ভারতের ৮ম পদাতিক ডিভিশনকে বাধা দিতে সক্ষম হই একইভাবে, আমরা কুমিল্লা ও ময়নামতিতে ৫৭তম মাউন্টেন ও ২৩তম পদাতিক ডিভিশনকে প্রতিহত করি। ভারতীয়রা এ এলাকা দখলের চেষ্টা করে। ব্যর্থ হয়। তাদের চাঁদপুর এগিয়ে আসার প্রচেষ্টাও ব্যর্থ হয়।

চাঁদপুর ধরে রাখার আমাদের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু জেনারেল হেডকোয়ার্টার্সের নির্দেশে আমরা চাঁদপুর দখল করি এবং ঢাকার প্রতিরক্ষার জন্য সেখানে থেকে পিছু হটি। জগজিৎ সিং অরোরা গুরুত্বহীন লক্ষ্য অর্জনে তার প্রাপ্ত সকল সম্পদ নষ্ট করেন। ভৈরব বাজার ও আগঞ্জে ভারতের ৫৭ ডিভিশনের বিপর্যয় ঘটে।
৪ ভারতীয় কোর ও ১০১তম কমিউনিকেশন জোনের মাত্র ৪টি দুর্বল ব্রিগেডের ঢাকা দখলের জন্য এগিয়ে আসতে সক্ষম হয়। ভারতীয় হেলিকপ্টারগুলো পদাতিক সৈন্যদের পৌঁছে দিতে পারত মেঘনার এপারে। প্রতিটি হেলিকপ্টারে করে অন্তত এক সেকশন সৈন্য পরিবহন সম্ভব। কিন্তু ভারতীয়রা তা করতে পারে নি
শুধু তাই নয়, তারা তাদের ট্যাংক ও ভারি কামানগুলোও মেঘনার এপারে আনতে ব্যর্থ হয়। রেলওয়ে লাইন ছিল ভৈরব বাজারে মোতায়েন আমাদের ২৭তম ব্রিগেডের গোলাবর্ষণের আওতায়। ভৈরববাজার বিপদমুক্ত করতে পারলে ভারতীয়রা ভৈরব সেতু দিয়ে তাদের ট্যাংক ও কামান নিয়ে আসতে পারত।
ঢাকায় দিকে এগিয়ে যেতে পারত। কিন্তু সগৎ সিং এ কাজ করতে ব্যর্থ হন। কারণ, তার কোরের সৈন্যরা সিলেট থেকে চাঁদপুর পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এ জন্য তিনি ভৈরব বাজারে আমাদের মোকাবেলা করতে পারেন নি।
আরও দেখুন: