ইঙ্গ মহীশূর যুদ্ধ || এইচএসসি ও পলিটেকনিক

ইঙ্গ মহীশূর যুদ্ধ ক্লাসটি এইচএসসি [ HSC ] তথা একাদশ শ্রেণী [ Class 11 ] এবং দ্বাদশ শ্রেণী [ Class 12 ] এর ইতিহাস [ History ] বিষয় এর, ১ম অধ্যায়ের [ Chapter 1 ] পাঠ।

 

ইঙ্গ মহীশূর যুদ্ধ

 

ভূমিকা :- রাজত্বের সূচনা-পর্বে হায়দার আলির সঙ্গে ইংরেজদের বিরোধের কোনও কারণ ঘটে নি—বরং হায়দার আলি ইংরেজদের পছন্দই করতেন। কালক্রমে নানা কারণে হায়দার আলির সঙ্গে ইংরেজদের বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে।

ইঙ্গ মহীশূর যুদ্ধ

হায়দার আলির সাথে ইংরেজদের বিরোধের কারণ

বিভিন্ন কারণে হায়দার আলি ও ইংরেজ কোম্পানির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আর এর পরিণাম হল চারটি ইঙ্গ-মহীশূর যুদ্ধ এবং চূড়ান্ত যুদ্ধে মহীশূরের পরাজয় ও পতন। যেমন –

  • (১) প্রশাসন ও সেনাবিভাগে নানা সংস্কার প্রবর্তন করে হায়দার আলি মহীশূরকে একটি শক্তিশালী রাজ্যে পরিণত করেন যা ইংরেজদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না।
  • (২) ফরাসিদের সঙ্গে হায়দার ‘আলির ঘনিষ্ঠ যোগাযোগ এবং তাঁর রাজসভায় ফরাসিদের আনা-গোনা ইংরেজদের মনঃপূত হয় নি।
  • (৩) কর্ণাটকের তৃতীয় যুদ্ধ -এর (১৭৫৬ খ্রিঃ) সময় হায়দার আলি ফরাসি সেনাপতি কাউন্ট লালিকে ৪ হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে সাহয্যে করলে ইংরেজরা প্রবল ক্ষুব্ধ হয়।
  • (৪) হায়দারের অন্যতম প্রধান শত্রু ছিল ইংরেজ সমর্থন-পুষ্ট আর্কটের নবাব মহম্মদ আলি। তাঁকে কেন্দ্র করে ইংরেজদের সঙ্গে হায়দারের বিরোধ বাধে।
  • (৫) হায়দার মহম্মদ আলি-র জ্যেষ্ঠ ভ্রাতা এবং আর্কটের সিংহাসনের অন্যতম দাবিদার মাহফুজ খাঁ-কে নিজ দরবারে আশ্রয় দেন।
  • (৬) মহম্মদ আলির আরেক প্রতিদ্বন্দ্বী চাঁদাসাহেবের পুত্র রাজাসাহেবকেও তিনি নিজ অধীনে চাকরি দেন। এতে ইংরেজরা ক্ষুব্ধ হয়।
  • (৭) আবার মহম্মদ আলির সঙ্গে হায়দারের বিবাদের কালে হায়দারের অনুরোধ অগ্রাহ্য করে ইংরেজরা মহম্মদ আলির সমর্থনে ভেলোরে একদল সৈন্য মোতায়েন করে। এতে হায়দার ক্ষুব্ধ হন।
  • (৮) হায়দার যখন নিজ রাজ্যে বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছিলেন, তখন ইংরেজরা তাঁকে বিপদে ফেলার চেষ্টা করে।
  • (৯) মহীশূরের ক্ষমতাচ্যুত ও নজরবন্দি রাজার সঙ্গে ইংরেজরা হায়দার-বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হলে হায়দার প্রচণ্ড ক্ষুব্ধ হন।

 

google news logo

 

ইঙ্গ মহীশূর যুদ্ধ নিয়ে বিস্তারিত ঃ

 

আরও দেখুনঃ

Leave a Comment