[ADINSERTER AMP] [ADINSERTER AMP]

আমরা

আমরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এর “ইতিহাস গুরুকুল”। মূলত ইতিহাস বিষয়ে কাজ করে এই বিভাগ। সকল একাডেমিক কারিকুলামের ইতিহাস অংশ, ইতিহাস বিষয়ক ডিপ্লোমা, অনার্স সহ অন্যান্য সহ সব ধরণের শিক্ষা উপকরণ উন্নয়ন ও প্রকাশ করা হয় এই বিভাগ থেকে। এছাড়াও দর্শক-পাঠকের আগ্রহের বিভিন্ন বিষয়ের উপরে আর্টিকেল ও ভিডিও তৈরি করে প্রকাশ করা হয়। আপনার আমাদের সাইটের কন্টেন্ট বিষয়ক যেকোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন।

আমরা History Gurukul [ ইতিহাস গুরুকুল ] GOLN logo
History Gurukul [ ইতিহাস গুরুকুল ]

 

আমরা বিশ্বাস করি একজন মানুষ হিসেবে নিজেকে তৈরি হতে এবং জাতিয় জীবনে অবদান রাখতে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরী। যে কোন বিষয়েরই ইতিহাস না জানলে সেটি নিয়ে কোনোরকম ধারণা বা মতামত তৈরি করা প্রায় অসম্ভব। আর ইতিহাস যত ভালো জানা যায়, মতামতের সূক্ষ্মতাও ততই বৃদ্ধি পায়। এ হিসাবে বিচার করলে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস এককথায় বলতে গেলে আমাদের ভবিষ্যতের পথপ্রদর্শক।

তবে ইতিহাস কী শিক্ষা দেবে, তা নির্ভর করে আমরা কীভাবে ইতিহাস অধ্যয়ন করছি তার ওপর। শুধুই রাজাদের পারস্পরিক কলহের গল্প আর দিন-তারিখ মুখস্থ করে যেরকম প্রচলিত পদ্ধতিতে ইতিহাসের পাঠ দেওয়া হয়, সেটি থেকে আসলে খুব একটা শিক্ষণীয় কিছু পাওয়া যায় না। এ ধরনের সংকীর্ণ ইতিহাসপাঠ আসলে ক্ষমতার কেন্দ্র বা কেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। তাই ইতিহাসের পাঠ এবং তা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনাও গুরুত্বপূর্ণ।

ইতিহাস গুরুকুল থেকে আমরা ইতিহাস পাঠ এবং সেই বিষয়ে নানা রকম আলোচনা ও আয়োজনের উদ্যোগ নিয়েছি। আপনি যুক্ত থাকলে আশা রাখি উপকৃত হবেন।

 

google news logo
Follow us on Google news


ধন্যবাদান্তে,

সম্পাদক.

ইতিহাস গুরুকুল

আমরা ইতিহাস গুরুকুল,

আরও দেখুন: